বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় রিকশা, ভ্যান, অটোরিকশা চালক ও দরিদ্র পরিবারের মাঝে ২৮ মার্চ বিকাল সাড়ে ৫টায় চাল বিতরণ করা হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার তার ব্যক্তিগত উদ্যোগে নিলক্ষিয়া ইউনিয়নের ২০০ ব্যক্তিকে ৫ কেজি করে চাল বিতরণ করেন।
নিলক্ষিয়া বাজারে চাল বিতরণকালে এ সময় অন্যান্যের মধ্যে রশিদুল আলম রঞ্জু, আবুল কালাম আজাদ সুলতানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন।
এ সময় বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার করোনাভাইরাস নিয়ে সবাইকে সচেতন থাকার জন্য পরামর্শ দেন।