জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনা পরিস্থিতির মধ্যেও সরকারি নির্দেশ অমান্য করে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংক কিস্তি আদায় বন্ধ করেনি। ২৫ মার্চ পর্যন্ত তারা স্বগৌরবে কিস্তি উঠানোর কাজে নিয়োজিত ছিলেন।
২৫ মার্চ সকালে গ্রামীণ ব্যাংক জোনাইল অফিসের ফিল্ড সুপারভাইজার ঈসমাইল হোসেন মাদারগঞ্জ পৌর এলকার ২ নম্বর ওর্য়াডের বিভিন্ন পাড়ায় কিস্তি আদায় করতে গেলে জনরোষের শিকার হন।
ফিল্ড সুপার ভাইজার ঈসমাইল হোসেন এই প্রতিবেদকের কাছে স্বীকার করেন যে, অফিস থেকে তাদেরকে কিস্তি আদায় না করার জন্য কোন আদেশ দেয়নি। তাই বাধ্য হয়েই তারা কিস্তি আদায়ে নেমেছেন।
নাম প্রকাশ না করা শর্তে এক গ্রাহক জানান, আমরা এই দুর্যোগের সময় কিস্তি দিতে চাইনি। কিন্তু তারা বারবার বাড়িতে এসে কিস্তি আদায়ের জন্য চাপ সৃষ্টি করে। এবং খেলাপির জন্য মামলার ভয় দেখিয়ে কিস্তি আদায়ের চেষ্টা করে।
এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি গ্রামীণ ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই এলাকায় কিস্তি আদায় বন্ধের ব্যবস্থা করবো।
জানা যায়, শুধু পৌর এলাকা নয় সারা মাদারগঞ্জে তারা ২৫ মার্চ কিস্তি আদায়ে নেমেছিলেন।