দেওয়ানগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দরিদ্র ও রিকশা, ভ্যান চালকদের মাঝে মাস্ক, সাবান ও করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সর্তক হোন প্রচারপত্র বিতরণ করা হয়েছে। ২৬ মার্চ সকালে উপজেলার পৌর শহরের চিকাজানি এলাকায় এসব বিতরণ করেন কেন্দ্রীয় যুব মহিলালীগের সদস্য সারমিন আক্তার ময়না।
প্রশাসনের নিষেধাজ্ঞা জারি থাকায় তিনি হেঁটে হেঁটে দরিদ্রদের মাঝে সেসব বিতরণ করেন। এ সময় তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সবাইকে সর্তকতার সাথে থাকতে হবে। বিশেষ কোন প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাওয়া যাবে না।
বিতরণের সময় উপস্থিত ছিলেন পৌরসভা যুবমহিলা লীগের যুগ্মআহ্বায়ক তাছলিমা ফারুক ইভা, ছাত্রলীগ নেতা ফারহান উদয় প্রমুখ।