বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সতর্কবস্থায় রয়েছে প্রশাসন। প্রতিদিন উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। সেই সাথে প্রতিটি বিদেশ ফেরত ব্যক্তির বাড়ি পরিদর্শন করা হচ্ছে।
কোথাও জনসমাগম দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণের জন্য উপজেলা প্রশাসন রাত ৮টার মধ্যে সকল প্রকার দোকান পাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। তবে ওষুধ বিক্রেতা ও ফার্মেসি এর আওতামুক্ত রাখা হয়েছে।
২৪ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন।
অপরদিকে একই দিন বকশীগঞ্জ উপজেলার কলেজ পড়ুয়া ছাত্রদের উদ্যোগে রিকশাচালক, ভ্যানচালকদের মাঝে ১৫০টি মাস্ক বিতরণ করা হয় এবং করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারপত্র বিতরণ করা হয়।