লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে হাত ধোয়ার জন্য প্রতিটি পরিবারের মাঝে একটি করে ডেটল সাবান বিতরণ করেছেন ইসলামপুর পৌরসভার প্যানেল মেয়র অঙ্কন কর্মকার। ২৩ মার্চ তিনি এ কর্মসূচি নিয়ে বাড়ি বাড়ি যান।
জানা গেছে, দিনব্যাপী পৌরসভার ৮, ৯ ও ৪ নম্বর ওয়ার্ডে জনসচেতনতা বাড়াতে করোনা প্রতিরোধে পরামর্শ ও সাবান বিতরন করেন প্যানেল মেয়র অঙ্কন কর্মকার। এ সময় তিনি বলেন, আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে অনেকেরই করোনাভাইরাস সম্পর্কে সচেতনতার অভার রয়েছে। তাই এই ভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়াতে ঘরে ঘরে গিয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। তবে প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধে সকলকে নিজ দ্বায়িত্বে সতর্ক থাকতে হবে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে সচেতনতা বাড়াতে পরামর্শ ও সাবান পৌঁছে দেব। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।