জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাসের পরিস্থিতির সুযোগে পণ্যমূল্য বেশি নেয়া ও মূল্য তালিকা না টানানোর দায়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে ২০ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এসময় বাজারে পেঁয়াজ ও চাউলের দাম বেশি রাখা ও খাদ্যের মূল্য তালিকা না টানানোর দায়ে ৭ ব্যবসায়ীকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, করোনাভাইরাসকে কেন্দ্র করে এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি নিচ্ছে, এমন সংবাদে আমরা অভিযান চালাই। এ অভিযানে ভুক্তা অধিকার আইনে ৬-৭ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে এ অভিযান চলমান থাকবে।