সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরে আদিবাসীদের ভূমি রক্ষায় সকলের সাথে সম্পর্ক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার শ্রীবরদী উপজেলায় কারিতাসের এলআরডি প্রকল্পের আয়োজনে ১৯ মার্চ বেলা ১২টায় বাবেলাকোনা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন অফিসের সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্ণঝোড়া বিট কর্মকর্তা মীর্জা গোলাম মোস্তফা। ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান লেবানুস ম্রং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কারিতাসের সুফল প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসাম।
কারিতসের সিডস প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সত্যজিত মৃ এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র মান্দা, পাষ্টার পিটারসন মৃ, পাষ্টার এলিও মৃ, নৃপুন ম্রং, স্মৃতি কুমার মৃ, বিহার জাম্বিল প্রমূখ। সভায় বক্তারা নিজেদের ভূমি রক্ষায় নানা পরামর্শ তুলে ধরেন।