জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ১৯ মার্চ উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম।
সভা সূত্রে জানা গেছে, সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের নানা বিষয়ে আলোচনা হয়। তবে সাম্প্রতিক করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. সাইফুল ইসলাম। তিনি জানান, উপজেলায় বিদেশফেরত এ পযর্ন্ত ২২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ইতোমধ্যে তাদের জন্য ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
সভার প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা যাতে বাইরে আসতে না পারে সে জন্য সবাইকে সতর্ক হতে হবে। তারা আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।