বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাস বিষয়ে জনসাধারণের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন বেসরকারি সংগঠন। ১৯ মার্চ করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে স্থানীয়দের জনসচেতনতা তৈরি করতে প্রচারপত্র বিলি করা হয়েছে।
উন্নয়ন সংঘের উদ্যোগে নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর গ্রাম এবং বগারচর ইউনিয়নের টালিয়া পাড়া গ্রামে স্থানীয়দের মাঝে প্রচারপত্র বিলি করা হয়।
এ সময় উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, এফএফ নাসরীন আক্তার, এফএফ রাশেদ উর রহমান সহ সিবিও নেতৃবৃন্দ ও যুব নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রচারপত্র বিতরণকালে আতঙ্কিত না হয়ে সচেতনতার সাথে করোনা মোকাবেলা করার কথা বলা হয়।