শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কর্মরত সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাবে নতুন পাঁচ সদস্যের হাতে যোগদান পত্র তুলে দেওয়া হয়েছে। ১৯ মার্চ সকালে নব সদস্যদের হাতে যোগদান পত্র তুলে দেন সভাপতি এম এ হাকাম হীরা ও সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, দৈনিক মানবজমিন ও তথ্যধারার উপজেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সোহাগ, দৈনিক আমাদের সময় ও ইংরেজি দৈনিক অবজারভারের উপজেলা প্রতিনিধি এম. সুরুজ্জামান, দৈনিক নয়াদিগন্তে উপজেলা প্রতিনিধি আব্দুল মোমেন, দৈনিক আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সানী ইসলামকে প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে নেওয়া হয়। এরই প্রেক্ষিতে ১৯ মার্চ অনানুষ্ঠানিকভাবে তাদের যোগদান পত্র তুলে দেওয়া হয়।
এসময় অন্যান্যের মাঝে দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আবদুল মান্নান সোহেল, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আল হেলাল, দৈনিক খবরের প্রতিনিধি মঞ্জুরুল আহসান মঞ্জুসহ নতুন সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ নতুন ও পুরাতন সদস্যারা বক্তব্য রাখেন।