লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদেশফেরত পাঁচ ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বিদেশফেরত ব্যক্তিদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন উপজেলা প্রশাসন, থানা ও স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আবু তাহের জানান, যারা দেশে ফিরেছেন তাদেরকেও হোম কোয়ারেন্টিনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রতিদিনই তাদের খোঁজ রাখছেন। প্রত্যেককে ১৪ দিন পর্যন্ত বাধ্যতামূলক বাড়ির ভেতর থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত উপজেলায় বিদেশফেরত পাঁচজনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ইসলামপুরবাসীকে নানাভাবে সচেতন করে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন। সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, বিদেশফেরত কোন ব্যক্তি হোম কোয়ারেন্টিনে থাকতে অনীহা দেখালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। করোনা রোগীর উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা আইসোলেশন ইউনিটে নেয়া হবে।