লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর পৌরসভায় আলোচন সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। ১৭ মার্চ দুপুরে পৌরসভা প্রাঙ্গণে মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। তিনি বঙ্গবন্ধুর ৬ দফা বাস্তবায়ন, বাঙালি জাতির বন্ধু উপাধিসহ তার জীবনীর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, পৌরসভার মেয়র আব্দুল কাদের শেক, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেল সুমন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মানিকুল ইসলাম মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক আবু তাহের, পৌর আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম নূর প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।