শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন প্রমুখ।
এছাড়া উক্ত আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের রাজনৈতিকবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।