জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) জামালপুরের সকল ক্লাশ ও পরীক্ষা ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক অফিস আদেশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিশে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান স্বাক্ষরিত ওই নোটিশে সকল ক্লাশ ও পরীক্ষা বন্ধ থাকালীন সময়ে এ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ হিজবুল্লাহ করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।