শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা থানা পুলিশ ১৫ মার্চ রাতে গরুচক্রের সদস্য মোখলেছকে (৪৫) গ্রেপ্তার করেছে। তিনি নালিতাবাড়ি উপজেলার নাকসী এলাকার সামসুল হক মধুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নকলা উপজেলার ধনাকুশা এলাকার সিরাজের বাড়ির পাশে রাতে মিনি পিকআপে গরু উঠানোর সময় স্থানীয়দের সন্দেহ হলে চোরচক্রের সদস্য মোখলেছকে আটক করে এবং পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ গরুসহ আটক করে থানায় নিয়ে আসে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ জানান, আটক মোখলেছ চোরচক্রের সদস্য। নালিতাবাড়ী উপজেলার নাকসী এলকার ইব্রাহীম মিয়ার গরু ১১ মার্চ রাতে চুরি করে নিয়ে আসে। পরে ধনকুশা এলকায় নিজের গরু বলে তার আত্মীয় বাড়ি রাখে। সেখান থেকে নেওয়ার সময়ই স্থানীয়রা আটক করে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।