ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার জামালপুরে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন তা সরকার নিশ্চিত নয় : পররাষ্ট্র উপদেষ্টা জামালপুরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ১ বকশীগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন বুধবার শারদীয় দুর্গোৎসব শুরু কমলা হ্যারিস: ‘অবশ্যই’ আমি আমার গ্লককে বরখাস্ত করেছি শেষ ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো আয়ারল্যান্ড

আগুন নেভাতে গিয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তার মৃত্যু

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল কাইয়ুম। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল কাইয়ুম। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

আগুন নেভাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন জামালপুরের সরিষবাড়ী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল কাইয়ুম (৫৮)। ১৫ মার্চ সন্ধ্যায় সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজারে সুইপার কলোনিতে পাশে আকস্মিক এই মৃত্যুর ঘটনা ঘটে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, ১৫ মার্চ সন্ধ্যায় পৌরসভার আরামনগর বাজারে সুইপার কলোনির পাশে আগুন লাগার খবর পেয়ে জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল কাইয়ুম সহকর্মীদের নিয়ে গাড়িসহ সেখানে যান। এ সময় তিনি গাড়ি থেকে নেমে ঘটনাস্থলে যাওয়ার সময় আকস্মিক অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাঁর বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঠিকড়াপাড়া গ্রামে। তাঁর মৃত্যুর খবরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনসহ জামালপুর জেলার সবগুলো ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। খবর পেয়ে রাতেই জামালপুর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক প্রাণনাথ সাহা সরিষাবাড়ী ছুটে যান। রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা আব্দুল কাইয়ুমের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়।

সহকারী পরিচালক প্রাণনাথ সাহা এ প্রতিনিধিকে বলেন, আগুন নেভাতে গিয়ে জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল কাইয়ুম আকস্মিক অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর এভাবে আকস্মিক মৃত্যুতে আমরা সবাই মর্মাহত। ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে রাত সাড়ে ১১টার দিকে আব্দুল কাইয়ুমের মরদেহ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঠিকড়াপাড়া গ্রামের বাড়িতে তাঁর পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

আগুন নেভাতে গিয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ০১:৫৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল কাইয়ুম। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

আগুন নেভাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন জামালপুরের সরিষবাড়ী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল কাইয়ুম (৫৮)। ১৫ মার্চ সন্ধ্যায় সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজারে সুইপার কলোনিতে পাশে আকস্মিক এই মৃত্যুর ঘটনা ঘটে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, ১৫ মার্চ সন্ধ্যায় পৌরসভার আরামনগর বাজারে সুইপার কলোনির পাশে আগুন লাগার খবর পেয়ে জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল কাইয়ুম সহকর্মীদের নিয়ে গাড়িসহ সেখানে যান। এ সময় তিনি গাড়ি থেকে নেমে ঘটনাস্থলে যাওয়ার সময় আকস্মিক অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাঁর বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঠিকড়াপাড়া গ্রামে। তাঁর মৃত্যুর খবরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনসহ জামালপুর জেলার সবগুলো ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। খবর পেয়ে রাতেই জামালপুর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক প্রাণনাথ সাহা সরিষাবাড়ী ছুটে যান। রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা আব্দুল কাইয়ুমের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়।

সহকারী পরিচালক প্রাণনাথ সাহা এ প্রতিনিধিকে বলেন, আগুন নেভাতে গিয়ে জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল কাইয়ুম আকস্মিক অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর এভাবে আকস্মিক মৃত্যুতে আমরা সবাই মর্মাহত। ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে রাত সাড়ে ১১টার দিকে আব্দুল কাইয়ুমের মরদেহ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঠিকড়াপাড়া গ্রামের বাড়িতে তাঁর পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।