সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরের শ্রীবরদী উপজেলায় অফিস সহকারী কর্তৃক প্রধান শিক্ষক ফিরোজ শাহকে লাঞ্ছিত করা ও প্রাণনাশের হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বিকেলে জেলার শ্রীবরদী উপজেলার গোপালখিলা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক ও ছাত্রছাত্রীদের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অফিস সহকারী জাহাঙ্গির আলম বর্তমানে ওই বিদ্যালয় হতে অব্যাহতিপ্রাপ্ত।
মানববন্ধনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এ জলিল তার বক্তব্যে বলেন, ওই অফিস সহকারী স্বেচ্ছায় বিদ্যালয়ের চাকরি থেকে অব্যাহতি নেন। পরে আবার অন্যায়ভাবে যোগদানের চেষ্টা করেন। এতে বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি না দেওয়ায় ওই অফিস সহকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে ও প্রাণনাশের হুমকি দেন। এ ব্যাপারে অফিস সহকারী জাহাঙ্গির আলমের বিচারের দাবি জানিয়ে থানা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে।