ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালুরঘাটে ১১,৫৬০ কোটি টাকার রেল-কাম-সড়ক সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন আলী রীয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কারে পূর্ণাঙ্গ কমিশন গঠন চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন ইসলামপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় র‌্যাবের অভিযান : শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা মামলার আসামি মোশারফ গ্রেপ্তার আরও শক্তিশালী হলো ঘূর্ণিঝড় ‘মিল্টন’, আঘাত হানবে যখন আমি ইসলামপুরে আপনাদের সেবা করার জন্য এসেছি : নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সরিষাবাড়ীতে পুলিশের মতবিনিময় ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বসুন্ধরা শুভসংঘ বকশীগঞ্জে অবৈধ পার্কিং করায় ভ্রাম্যমাণ আদালতে সিএনজি চালকদের জরিমানা

প্রত্যয় টি-২০ ক্রিকেট : ১৪ রানে ম্যাচ জিতেছে জামালপুর জিলা স্কুল প্রভাতী শাখা

ম্যাচসেরা ট্রফি গ্রহণ করে জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দলের সাইম। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচসেরা ট্রফি গ্রহণ করে জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দলের সাইম। ছবি : বাংলারচিঠিডটকম

তৌহিদ শুভ, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

প্রত্যয় ক্লাব আয়োজিত অনূর্ধ্ব-১৩ শহীদ দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ১২ মার্চ অনুষ্ঠিত ক-গ্রুপের ম্যাচে বিজয়ী হয়েছে জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দল। তারা ১৪ রানের ব্যবধানে পরাজিত করেছে উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজ দলকে। জামালপুর জিলা স্কুল মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজ ও জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দলের এই ম্যাচের শুরুতেই আম্পায়ার ম্যাচটিতে ৫ ওভার কমিয়ে ১৫ ওভারে খেলার সিদ্ধান্ত দেন। উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজের অধিনায়ক আলিরাজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখার অধিনায়ক ইরামের দল নির্ধারিত ১৫ ওভার খেলে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ৯৬ রান।

জবাবে জয়ের জন্য ৯৭ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজ ১৪.১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮২ রান। ফলে আম্পায়ার এ আর রিফান এবং তুহিন সরকার জাবির জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দলকে ১৪ রানে বিজয়ী ঘোষণা করেন। এই ম্যাচে ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের সাইম। ম্যাচে স্কোরারের দায়িত্বে পালন করে রাকিবুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর :
জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা : ৯৭/১০ (১৫ ওভার)
সাইম ১৩ (১২), শান্ত ০৩-০০-১৪-০২, জুসেফ ০৩-০০-১৫-০২।

উইজভম ল্যাব. স্কুল এন্ড কলেজ : ৮২/১০ (১৪.১ ওভার)
জুসেফ ২৩ (২১), সাইম ০৩-০০-১৫-০৩, আবিদ ০৩-০০-১৯-০২

ম্যাচ শেষে ম্যাচসেরা জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দলের সাইমের হাতে ট্রফি তুলে দেন জামালপুর জেলা দলের খেলোয়াড় আব্দুল মমিন ও অনিল বাবু। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র জামালপুর জেলা ক্রিকেট প্রশিক্ষক মো. মিজানুর রহমান মিজু ও প্রত্যয় ক্লাবের এই টুর্নামেন্টের ক্রিকেটার নির্বাচক সাজেদুল ফারুক সতেজসহ প্রত্যয় ক্লাব ও টুর্নামেন্ট কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের আয়োজকরা জানান, টি-২০ ফরমেটে দুটি গ্রুপে টুর্নামেন্টে অংশ নিচ্ছে ক-গ্রুপে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, উইজডম ল্যাব স্কুল এন্ড কলেজ, জামালপুর জিলা স্কুল (প্রভাতী) এবং খ-গ্রুপে রয়েছে জামালপুর জিলা স্কুল (দিবা), হযরত শাহ জামাল (রহ.) স্কুল এন্ড কলেজ, রেলওয়ে উচ্চ বিদ্যালয় ও শাহীন স্কুল এন্ড কলেজ দল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালুরঘাটে ১১,৫৬০ কোটি টাকার রেল-কাম-সড়ক সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন

প্রত্যয় টি-২০ ক্রিকেট : ১৪ রানে ম্যাচ জিতেছে জামালপুর জিলা স্কুল প্রভাতী শাখা

আপডেট সময় ১১:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
ম্যাচসেরা ট্রফি গ্রহণ করে জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দলের সাইম। ছবি : বাংলারচিঠিডটকম

তৌহিদ শুভ, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

প্রত্যয় ক্লাব আয়োজিত অনূর্ধ্ব-১৩ শহীদ দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ১২ মার্চ অনুষ্ঠিত ক-গ্রুপের ম্যাচে বিজয়ী হয়েছে জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দল। তারা ১৪ রানের ব্যবধানে পরাজিত করেছে উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজ দলকে। জামালপুর জিলা স্কুল মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজ ও জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দলের এই ম্যাচের শুরুতেই আম্পায়ার ম্যাচটিতে ৫ ওভার কমিয়ে ১৫ ওভারে খেলার সিদ্ধান্ত দেন। উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজের অধিনায়ক আলিরাজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখার অধিনায়ক ইরামের দল নির্ধারিত ১৫ ওভার খেলে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ৯৬ রান।

জবাবে জয়ের জন্য ৯৭ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজ ১৪.১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮২ রান। ফলে আম্পায়ার এ আর রিফান এবং তুহিন সরকার জাবির জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দলকে ১৪ রানে বিজয়ী ঘোষণা করেন। এই ম্যাচে ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের সাইম। ম্যাচে স্কোরারের দায়িত্বে পালন করে রাকিবুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর :
জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা : ৯৭/১০ (১৫ ওভার)
সাইম ১৩ (১২), শান্ত ০৩-০০-১৪-০২, জুসেফ ০৩-০০-১৫-০২।

উইজভম ল্যাব. স্কুল এন্ড কলেজ : ৮২/১০ (১৪.১ ওভার)
জুসেফ ২৩ (২১), সাইম ০৩-০০-১৫-০৩, আবিদ ০৩-০০-১৯-০২

ম্যাচ শেষে ম্যাচসেরা জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দলের সাইমের হাতে ট্রফি তুলে দেন জামালপুর জেলা দলের খেলোয়াড় আব্দুল মমিন ও অনিল বাবু। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র জামালপুর জেলা ক্রিকেট প্রশিক্ষক মো. মিজানুর রহমান মিজু ও প্রত্যয় ক্লাবের এই টুর্নামেন্টের ক্রিকেটার নির্বাচক সাজেদুল ফারুক সতেজসহ প্রত্যয় ক্লাব ও টুর্নামেন্ট কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের আয়োজকরা জানান, টি-২০ ফরমেটে দুটি গ্রুপে টুর্নামেন্টে অংশ নিচ্ছে ক-গ্রুপে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, উইজডম ল্যাব স্কুল এন্ড কলেজ, জামালপুর জিলা স্কুল (প্রভাতী) এবং খ-গ্রুপে রয়েছে জামালপুর জিলা স্কুল (দিবা), হযরত শাহ জামাল (রহ.) স্কুল এন্ড কলেজ, রেলওয়ে উচ্চ বিদ্যালয় ও শাহীন স্কুল এন্ড কলেজ দল।