নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুর পৌরসভার চন্দ্রা এলাকার রাজমিস্ত্রীর সহকারী সোহাগের স্ত্রী মোছা. জুলেখা (২৩)। দরিদ্র এই দম্পতির ঘরে আছে চার বছরের ফুটফুটে এক কন্যা শিশু। সম্প্রতি মরণব্যধিতে আক্রান্ত হয়েছে জুলেখা। তার হার্টের দুটি বাল্ব নষ্ট হয়েছে।
গুরুতর অসুস্থ জুলেখা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন দুটো বাল্ব পরিবর্তন করতে হবে। বাল্ব পরিবর্তন করতে ভারতের উন্নত হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এর জন্য প্রয়োজন অন্তত ৬ লাখ টাকা।
নুন আনতে পান্তা ফুরানো এই পরিবারের পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব না। কেবল মাত্র সমাজের বিত্তবানদের সহযোগিতাই পারে জুলেখার প্রাণ বাঁচাতে। মাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছে জুলেখার চার বছরের শিশু কন্যাও।
সাহায্য পাঠানোর ঠিকানা: আম্বিয়া, সঞ্চয়ী হিসাব নম্বর ২০৬১৫১৭১০৫৪, ডাচ বাংলা ব্যাংক, জামালপুর শাখা।
বিকাশ পারসনাল নম্বর- ০১৩১৪৪৪৩০১১।