দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
যর্থাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ৭ মার্চ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল করিম আকন্দ ও আবুবক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্মসাধারণ সম্পাদক আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহাম্মেদ, প্রচার সম্পাদক জাফর আলী মিষ্টি, দপ্তর সম্পাদক আনিসুর ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী জুয়েল, মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজনীন বেগম, সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ রিতু, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ মামুন, সেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম মোহাম্মদ লিটু, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি সুলতানা খাতুন, ছাত্রলীগের আহ্বায়ক মাফুজুর রহমান মাফুজ প্রমুখ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।