নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের পাগলার বাজার থেকে ৫ মার্চ রাতে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪।
আটক দুই মাদক কারবারি হলেন- জামালপুর সদর উপজেলার বাঁশচড়া বটতলা গ্রামের মো. তারা মিয়ার ছেলে মো. রুহুল আমিন (৩৮) ও মৃত শহিদ আলীর ছেলে মো. আব্দুল গণি বয়াতী (৫৫)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫ মার্চ রাত সাড়ে নয়টার দিকে র্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে একটি অভিযানিক দল জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের পাগলার বাজারে অভিযান চালায়। এসময় ওই বাজারের মানিক স্টোর নামে মুদির দোকানের সামনে থেকে গাঁজা কারবারি মো. রুহুল আমিন ও মো. আব্দুল গণি বয়াতীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটক দুইজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় র্যাব বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছে।
র্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।