সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত চিকিৎসক মোজাহার আলী আহম্মেদ এর ৫১তম মৃত্যুবার্ষিক পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ মার্চ সকালে প্রয়াত ওই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ লতিফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল গনি মিয়া, তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের প্রতিনিধি সাখাওয়াত আলম মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা শরিফ আহম্মেদ নীরব, প্রতিষ্ঠাতা সদস্য মজিবর রহমান, আব্দুল জলিল, সাত্তার মিয়া, মিনহাজুল হকসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের মোজাহার আলী আহম্মেদ ১৯৪৯ সালে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনসহ বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে আজীবন কাজ করে গেছেন।