সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ রাতে কাবারিয়াবাড়ী যুব উন্নয়ন সংস্থা কাবারিয়াবাড়ী বাজার মাঠে এ খেলার আয়োজন করে।
খেলায় বাটিকামারি সমাজ কল্যাণ সংস্থা ২-০ গেমে পিংনা স্পোর্টিং ক্লাব জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
মুক্তিযোদ্ধা মেজর (অব.) মাসুদ-উল-আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এ সময় মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন আহম্মেদ, আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইনামুল হক সোহেল, ইমরুল কায়েস তরফদার ফিরোজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।