জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরে মাদারগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ মার্চ ভোরে উপজেলার গুনারীতলা ইউনিয়নের সুরিপাড়া এলাকার স্থানীয় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্ত্তী বাংলারচিঠিডটকমকে জানান, অজ্ঞাত ওই বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ বছর হবে। লোকটি মানসিক ভারসম্যহীন ছিল বলে মনে করা হচ্ছে। স্থানীয়রা তার কোনো পরিচয় নিশ্চিত করতে পারেনি। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে তার মরদেহ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।