মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। ২ মার্চ সকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
মানববন্ধনে জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন, আনিছুর রহমান বিপ্লব, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলন, বিএনপিনেতা গাউছুল আজম শাহীন, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসার, পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান, জেলা তাঁতীদলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধন থেকে বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়।