সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
‘বীমা দিবসে শপথ করি, উন্নত জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। ১ মার্চ সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
শোভাযাত্রাটি মুক্তিযোদ্ধা সংসদ থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মোফাজ্জল হোসেন, বীমাকর্মী ফেরদেীস আলী খান, শামীম আহমেদ, মোহাম্মদ মোস্তফা প্রমুখ।