সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কাবারিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ সকালে বিদ্যালয়ের মাঠে মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
কাবারিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও অবসরপ্রাপ্ত মেজর মাসুদ-উল-আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিআরডিবি টাঙ্গাইলের (অবঃ) উপ-পরিচালক তমিজ উদ্দিন আহমেদ, উপজেলা প্রাতিষ্ঠানিক তত্ত্বাবধায়ক রহুল আমিন বেগ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক সোহেল, মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন প্রমুখ।
প্রতিযোগিতায় ৭২টি ইভেন্টে বিদ্যালয়ের তিনশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।