মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে রানাগাছা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
রানাগাছা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শামসুন্নাহার রুমার সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন রিপা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক, সদর উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক হাসানুজ্জামান জিল্লু ও সদর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মোহসিনা মোশারফ চাঁদনীসহ স্থানীয় মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।