লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর থানা পুলিশের আয়োজনে কুলকান্দি বাজারে ২৭ ফেব্রুয়ারি বিকালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ সজাগ রয়েছে। পুলিশের পাশাপাশি সমাজকে সুন্দর করার দায়িত্ব সকলের। সমাজে শান্তি প্রতিষ্ঠা নারী ও শিশু নির্যাতন রোধসহ সকল অপকর্ম রোধ সকলের সহযোগীতায় করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। সমাবেশে অন্যান্যের মধ্যে পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আনছার উদ্দিন, সাবেক চেয়ারম্যান জবায়দুর রহমান দুলাল, ইউপি সদস্য ফারুকুল ইসলাম, আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সুধী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেয়।