তৌহিদ শুভ, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
মহান শহীদ দিবস উপলক্ষে প্রত্যয় ক্লাবের উদ্যোগে জামালপুর জিলা স্কুল মাঠে আয়োজিত অনূর্ধ্ব-১৩ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ক-গ্রুপের তৃতীয় ম্যাচে ১৩৪ রানের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ দল।
জানা গেছে, এ টুর্নামেন্টের ক-গ্রুপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় উইজডম ল্যাব স্কুল এন্ড কলেজ ও সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ দল। শুরুতেই সৃষ্টি সেন্ট্রাল স্কুলের অধিনায়ক সৃজন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে সৃষ্টি সেন্ট্রাল স্কুল নির্ধারিত ২০ ওভার খেলে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮১ রান। জবাবে দ্বিতীয় ইনিংসে উইজডম ল্যাব. স্কুল দল ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলায় ৯.৩ ওভার খেলে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করতে পারে ৪৭ রান। ফলে ১৩৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছে সৃষ্টি সেন্ট্রাল স্কুল দল। ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের সৃজন। ম্যাচটিতে আম্পায়ার ছিলেন মমিন ইসলাম মামুন ও আব্দুল আলিম এবং স্কোরিং করেন সৌম্য দ্বীপ বসু।
ম্যাচ শেষে সৃজনের হাতে তার ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ সোম, এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র জামালপুর জেলা ক্রিকেট প্রশিক্ষক মো. মিজানুর রহমান মিজু, টুর্নামেন্টের ক্রিকেটার নির্বাচক সাজেদুল ফারুক সতেজসহ টুর্নামেন্ট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর :
সৃষ্টি সেন্ট্রাল স্কুল : ১৮১/১০(২০), সৃজন ৬১(৩৯), মাহমুদুল ৩৮ (২১), তন্ময় ২০ (১২), জিবন ০৪-০০-৪৩-০২, মুনিম ০২-০০-২৬-০২।
উইজডম ল্যাব. স্কুল : ৪৭/১০(৯.৩), জোসেফ ১৩ (১৬), সাজিদ ০৩-০০-১০-০৪, সাঈদ ০২-০০-১৬-০৩
ফলাফল : সৃষ্টি সেন্ট্রাল স্কুল ১৩৪ রানে জয়ী।
ম্যাচসেরা : বিজয়ী দলের সাজিদ।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, টি-২০ ফরমেটে দুটি গ্রুপে টুর্নামেন্টে অংশ নিচ্ছে ক-গ্রুপে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, উইজডম ল্যাব স্কুল এন্ড কলেজ, জামালপুর জিলা স্কুল (প্রভাতী) এবং খ-গ্রুপে রয়েছে জামালপুর জিলা স্কুল (দিবা), হযরত শাহ জামাল (রহ.) স্কুল এন্ড কলেজ, রেলওয়ে উচ্চ বিদ্যালয় ও শাহীন স্কুল এন্ড কলেজ দল।
২৭ ফেব্রুয়ারির ম্যাচ : গ্রুপ-খ : হযরত শাহ্ জামাল (রহ.) স্কুল এন্ড কলেজ বনাম রেলওয়ে উচ্চ বিদ্যালয়।