আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
জামালপুর জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক কমরেড প্রদীপ কুমার দে রুন্টির দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে রুন্টির রাজনৈতিক সহযোদ্ধা বিশ্বজিৎ দেব রাজন ও সুমন মাহমুদ।
সাংবাদিক ও কবি সাযযাদ আনসারীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ, উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা শাখার সহ-সভাপতি পার্থ প্রতিম দে, সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মো. শাহজাহান, সাংবাদিক রাজীব কুমার চক্রবর্ত্তী সুকান্ত, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক নেতা বিশ্বজিৎ দেব, মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, নাট্যনীড় জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাগর মুখার্জি, উদীচীর সদস্য সদস্য আবু সাঈদ রিফাত, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মাহবুবুর রহমান রনি প্রমুখ।
স্মরণসভার শুরুতেই শোক সংগীত পরিবেশন করেন শিউলি চৌধুরী। স্মরণ সভায় কবিতা আবৃত্তি করেন মানসী গোস্বামী।