মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। ২৪ ফেব্রুয়ারি বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওছার, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার ইকবাল রোকন, আজাদ সওদাগর, সাহেদ আলী ও আমিনুল ইসলাম শান্ত প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপিসহ সারাদেশের মানুষ আজ আওয়ামী লীগের কাছে জিম্মি হয়ে পড়েছে। আর আওয়ামী লীগের এই জিম্মি দশা থেকে দেশকে রক্ষা করতে খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। বক্তারা আগামী আন্দোলন সংগ্রামে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।