মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি জামালপুর জেলা শাখার কমিটি অনুমোদন হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় কমিটি এ কমিটির অনুমোদন দেয়।
কমিটিতে আওলাদ হোসেন খসরুকে সভাপতি ও এ কে এম শফিকুল ইসলাম জুলহাসকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। ২৩ ফেব্রুয়ারি নবনির্বাচিত এ কমিটির প্রথম অভিষেক অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা, আব্দুল মজিদ, যুগ্মসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুমন, জিয়াউর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক আলীমুল রেজা খান কাজল, যুগ্মসাংগঠনিক সম্পাদক সোজায়েত আলী সোজা, কোষাধ্যক্ষ আবু সালেহ নোমান, দপ্তর সম্পাদক আবু সাঈদ, সদস্য মো. আতিক, মির্জা কবীর, শামস উদ্দিন হায়দার দীলিপ, আসাদ ফরাজী, আয়তুল্লাহ আলামিন মুক্তা, মিজানুর রহমান মুক্তি, সাইফুল ইসলাম, হাজি ওয়াদুদ, রেজাউল করিম ঢালী, মাহবুবুল আলম বাবুল ও সদস্য আব্দুস সাত্তার অংশ নেয়।
অভিষেক অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সকল সদস্য ও কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হয়।