নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুর শহর আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাতে শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আলোচনা সভার আয়োজন করে শহর আওয়ামী লীগ।
জামালপুর শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, আব্দুল আল আমিন চাঁন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, সদস্য শাহরিয়ার উজ্জল প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চিকিৎসক এম এ মান্নান খান, শহর আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মুকুল, সামিউল আওয়াল ডনি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, কৃষকলীগের সভাপতি সৈয়দ মুখলেছুর রহমান জিন্নাহ, জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি মশিউর রহমান বাবু, শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, শহর ছাত্রলীগের সভাপতি জুয়েল মিয়া, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের আহ্বায়ক খাবীরুল ইসলাম খান।