বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি তিনটি ইউনিয়নে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের সহযোগিতায় সাধুরপাড়া, মেরুরচর ও ধানুয়া কামালপুর ইউনিয়নের ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটির আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
এ সময় আরো উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের সমন্বয়কারী মো. হামিদুল ইসলাম, কে বি মডেল সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএইচ কবির, বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।