শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং প্রকৃত কোটায় কার্ড পাওয়ার যোগ্য ব্যক্তিদের নির্বাচন করতে ২০ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে উন্মুক্তভাবে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু হইছে। এভাবে উপকারভোগী বাছাইয়ে দারুন খুশি হয়েছে সাধারণ মানুষ।
সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের বাছাইয়ের কাজ চলছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ কর্মসূচি চালাচ্ছে।
যাচাই বাছাই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান মো. সাজু সাইদ সিদ্দিকীসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য ও সমাজসেবার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।