বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মালিরচর এলাকায় অবস্থিত দুস্থ, প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি দুপুরে কেন্দ্রের পরিচালক মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বকশীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান, কাউন্সিলর বিউটি বেগম হাজী নূর ইসলাম, স্থানীয় বিলাল হোসেন, মজিবর রহমান, লাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
কেন্দ্রটির উন্নয়ন বিষয়ে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি দুস্থ, প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন করা ও উন্নয়নে ভূমিকা রাখবেন বলে ঐক্যমত প্রকাশ করেন।