শফিকুল ইসলাম শফিক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ সফল করতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ জামালপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিনিধি সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ জামালপুর জেলা শাখা।
মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ জামালপুর জেলা শাখার সভাপতি আইনজীবী মাহবুব আলম চৌধুরী জীবনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এতে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন।
প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক উপ-অধিনায়ক মুক্তিযোদ্ধা সুজাত আলী, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনিন আক্তার রুমী, মুক্তিযুদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর সদস্য কাজী মেহেদী ইকবাল মিল্টন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস কেয়া মনি, সাংগঠনিক সম্পাদক মিজান ইবনে হোসেন, প্রজন্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম শরীফ, কৃষিবিষয়ক সম্পাদক কৃষিবিদ সালাহ উদ্দীন আহম্মেদ বাচ্চু, সহ-সম্পাদক আল আমিন, সোহেল, কেএম মাহবুবুল আলম মামুন, সদস্য জাকির নেওয়াজ সোহেল, মুক্তিযুদ্ধা প্রজন্মলীগ জামালপুর জেলা শাখার সধারণ সম্পাদক শাহ্ আলম মামুন, সহসভাপতি মাহফুজুল আলম মুক্তা, দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ জামালপুর জেলা শাখার সহসভাপতি শফিউদৌলা চিশতী।