লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় তিন ডাকাতকে আটক করেছে পুলিশ ও জনতা। ১৮ ফেব্রুয়ারি রাতে ইসলামপুরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি রাত ১০টায় দিকে ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়কের মোশারফগঞ্জ নেংটিখালী সেতুর পাশে জাকির হোসেন নামের এক ব্যক্তিরমোটরসাইকেল গতিরোধ করে ডাকাতরা। জাকির হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এসে ডাকাতদের ধাওয়া করে। পালানোর সময় পৌর এলাকার টাবুরচর থেকে ইসলামপুর গ্রামের রাখালের ছেলে রাজন চন্দ্র বসাক (২০) ও কিসামতজাল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে সাজ্জাতুল ইসলাম রবিন মিয়াকে (২৫) আটক করেছে এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়।
পরে আটক দুই ডাকাতের তথ্যের ভিত্তিতে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে উপজেলার মোজাজাল্লা গ্রামের শাহিনুর রহমান শহিনের ছেলে সিদ্দিকুর রহমান সাদিককে (২০) আটক করেছে পুলিশ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলারচিঠিডটকমকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করে আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।