নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
জামালপুর জেলা সমিতি ইউকে’র মিলনমেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টায় লন্ডনের বামসলে স্টেটের কলিংউড হলে এই মিলনমেলা ও পিঠা উৎসবে যোগ দেন জামালপুরের প্রবাসীরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
মিলনমেলা ও পিঠা উৎসব নিয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সৈয়দ শামীম জামান। সভা পরিচালনা করেন মকবুল হোসেন মুকুল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবীর হাসমী, মেজর ( অব.) জাবিরুল ইসলাম জিলানী, আশরাফ পারভেজ, শাহজাহান সিরাজ, আইনজীবী মোস্তাফিজুর রহমান, শাহীন আহম্মেদ, নাদিরা পারভীন, রুহুল আমিন রতন, চিকিৎসক মামুন, রোকসানা হোসেন শিল্পী, রূপা কবীর, বকুল, পিপলু খান, টুটুল, রতন প্রমুখ।
মিলনমেলায় জামালপুরের প্রবাসীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানে এক টুকরো জামালপুরের প্রতিচ্ছবিই যেন হয়ে উঠেছিল। পিঠা উৎসবে বাংলা ও বাঙালির চিরস্বাদের নানারকমের পিঠা স্থান পায়। জামালপুরের প্রবাসীদের সহধর্মিণীদের হাতে তৈরি করা হয়েছিল এসব পিঠা।