লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় এইচ আর খান স্মৃতি সংঘের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি রাতে পৌর শহরের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম নূরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বপন খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংকন কর্মকার, সাবেক কাউন্সিলর বেলাল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।