মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি রাতে শহরের পাঁচরাস্তা মোড় এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের নিজস্ব কার্যালয়ে এ প্রথম সভার আয়োজন করা হয়।
শ্রমিকদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি জাবেদ আলী মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউর রহমান সফি ও সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন। সভায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক।
সভায় অন্যান্যের মধ্যে শ্রমিকদল নেতা শহীদুল ইসলাম, হারুন-অর-রশিদ, আনোয়ার হোসেন শাহিন, জাহিদ হোসেন জনি, জাকারিয়া হোসেন ও শেখ আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন শ্রমিকদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকি।
সভায় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলন বেগবান করার সিদ্ধান্ত গ্রহণ করে। একই সাথে সভা থেকে সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহ্বান জানান।