মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি জামালপুর জেলা আওয়ামী লীগ বিশাল জনসভার আয়োজন করেছে। এ উপলক্ষে ১২ ফেব্রুয়ারি সকালে জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ এক বিশেষ বর্ধিত সভা করেছে। শহরের খেজুরতলা এলাকায় সংসদ সদস্য মোজাফফর হোসেনের বাসভবনে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াছমিন লিটার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।
এ সময় সংসদ সদস্য বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জিলা স্কুল মাঠে বিশাল জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসবেন। ওই জনসভাকে সফল করতে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে পুরুষের পাশাপাশি মহিলাদের বেশি উপস্থিতি থাকতে হবে। তিনি আরো বলেন বলেন, জনসভা জুড়ে যেন তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।
বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক হাসিনা বেগম, মহিলা আওয়ামী লীগ নেত্রী রমজানা মিনা, যুবমহিলা লীগ নেত্রী নিঝুম, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মইন ইয়াজদানী, সদর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মহসিনা চাঁদনী, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভা সূত্রে জানা যায়, আগামী ১৫ ফেব্রুয়ারি জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জিলা স্কুল মাঠে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। ওই জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন রিপা।