জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবার মৃত্যুর পর লাশ দাফনের আগেই পরীক্ষার হলে বসতে হলো হতভাগ্য মেয়ে লাকিকে।
জানা গেছে, উপজেলার খালেকননেছা একাডেমির এসএসসি পরীক্ষার্থী ও মাদারগঞ্জ পৌর এলাকার বানিকুঞ্জ এলাকার বাসিন্দা লাকির বাবা আব্দুর রহিম (৬০) ৮ ফেব্রুয়ারি রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এ অবস্থায় শোক বিহ্বল লাকি স্বজনদের অনুরোধে বাবার লাশ দাফনের আগেই ৯ ফেব্রুয়ারি সরকারি রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অংশ নেয়।
বালিজুড়ী রওশন আরা উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শাহ্ আলম সাংবাদিকদের জানান, পরীক্ষার হলে লাকি মানসিকভাবে ভালো ছিল এবং সে পরীক্ষাও ভালো দিয়েছে।