bongবাংলারচিঠিডটকম ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নির্মাণাধীন চলচ্চিত্র সম্পর্কে কয়েকটি সংবাদপত্র ও গণমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রকাশিত হচ্ছে।
৯ ফেব্রুয়ারি এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, ‘চলচ্চিত্রটির পরিচালক, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল, যখনই কলাকুশলী ও প্রযোজনা-সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম চূড়ান্ত করবেন, তখনই চলচ্চিত্রটির যৌথ প্রযোজক বিএফডিসি ও এনএফডিসি তা প্রচার করবে।’
বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র নির্মাণকে কেন্দ্র করে গণমাধ্যমের উৎসাহকে সরকার সবসময় সমর্থন দিয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই চলচ্চিত্র নির্মাণ সম্পর্কে বিভিন্ন অননুমোদিত উৎস থেকে স্বতঃপ্রণোদিত হয়ে ভিত্তিহীন তথ্য ছাড়ানো হচ্ছে।
এ বিষয়ে যে কোন তথ্যের জন্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের সাথে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হচ্ছে।