বাংলারচিঠিডটকম ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি ২৩৩ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিং-এ নেমে ৮২ দশমিক ৫ ওভার খেলতে পারে টাইগাররা।
সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন মোহাম্মদ মিঠুন। তার ১৪০ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা ছিলো। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৪৪, উইকেটরক্ষক লিটন দাস ৩৩, অধিনায়ক মোমিনুল হক ৩০, মাহমুদুল্লাহ রিয়াদ ২৫, তাইজুল ইসলাম ২৪, তামিম ইকবাল ৩, রুবেল হোসেন ১, অভিষেক ম্যাচ খেলতে নামা ওপেনার সাইফ হাসান-আবু জায়েদ শূন্য রানে ফিরেন। শূন্য রানে অপরাজিত থাকেন এবাদত হোসেন।
পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি ৪টি, মোহাম্মদ আব্বাস-হারিস সোহেল ২টি করে এবং নাসিম শাহ ১টি উইকেট নেন।সূত্র:বাসস।