দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
‘পড়ব বই, গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি উপজেলা সরকারি গণগ্রন্থাগার উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, প্রধান শিক্ষক ফজলুল করিম প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আব্দুর রশিদ।