জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জামালপুর আগমন ও মুজিববর্ষ পালনের বিষয়ে ২ ফেব্রুয়ারি মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের হলরুমে অয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতিকুর রহমান ছানা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যাপক মো. আশরাফ হোসেন তরফদার, জেলা আওয়ামী লীগের সদস্য ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, গোলাম রব্বানী, মাদারগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল প্রমুখ।
সভায় ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জামালপুর আগমন উপলক্ষে সভায় লক্ষাধিক লোক উপস্থিত করার জন্য নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানানো হয়।