এম আলমগীর, জামালপুর
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে ওবায়দুল কাদেরকে ২য় বার সাধারণ সম্পাদক ও মির্জা আজমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় আগামী ১৫ ফেব্রুয়ারি জামালপুর জেলা আওয়ামী লীগ কর্তৃক সংবর্ধনা প্রদান উপলক্ষে জেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি বিকেলে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভার আয়োজন করে জেলা কৃষকলীগ।
জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, জেলা কৃষকলীগের সহসভাপতি নুরুজ্জামান সরকার বাবলু, ফজলুর রহমান, সাবেক সভাপতি সুকুমার চৌধুরী স্বপন, যুগ্মসাধারণ সম্পাদক কে এম মনিরুজ্জামান মনি, শামসুল আলম বাবুল, সাংগনিক সম্পাদক মুসলিম উদ্দিন সরকার মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।
বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর কৃষকলীগের আহ্বায়ক ফরিদ উদ্দিন, যুগ্মআহ্বায়ক এম এ হান্নান, চিকিৎসক এমদাদুল হোসেন, মো. সম্রাট জামান, গোলাম মোস্তফা, জামালপুর সদর উপজেলা কৃষকলীগের যুগ্মআহ্বায়ক মো. জুয়েল, দেওয়ানগঞ্জ উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসমত আলী, বকশীগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্মআহ্বায়ক মো. ইদ্রিস আলী, ইসলামপুর উপজেলা কৃষকলীগের সভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক শংকর কুমার পাল, মাদারগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পুলক পারভেজ, সরিষাবাড়ী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো।
এছাড়াও বর্ধিত সভায় জেলা কৃষকলীগের সহ-সভাপতি আহসানুল করিম মুনজু, মিজানুর রহমান ফিরোজ, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক ললিত মহন দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক জিন্নাত আরা লাভলীসহ জেলা কৃষকলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটিতে দ্বিতীয় বারের ন্যায় সাধারণ সম্পাদক হিসেবে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নির্বাচিত করায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আগামী ১৫ ফেব্রুয়ারি গণসংবর্ধনা উপলক্ষে জনসমাবেশে উপস্থিত থাকবেন। সেই সংবর্ধনা অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করতে জেলা কৃষকলীগের নেতৃত্বে জামালপুরের সকল কৃষকলীগের নেতৃবৃন্দসহ ব্যাপক সংখ্যক কৃষকলীগের নেতাকর্মীদের সমাগমের মাধ্যমে সভা স্থলকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।