ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে’, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় : ভার্মা দেওয়ানগঞ্জে লাভজনক হয়ে উঠেছে পানিফল চাষ জিলবাংলা সুগার মিল : বেড়েছে আখের উৎপাদন, বাড়বে চিনি উৎপাদনও জামালপুর পৌরসভায় স্যানিটেশন উপ-আইন প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ডিগ্রিরচর বাজারে নির্মিত হচ্ছে শেডঘর, ব্যয় হবে ৭০ লাখ টাকা প্রতিবন্ধীদের সুরক্ষায় জামালপুর ডিসির অঙ্গীকার খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ : সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যোৎসাহী কাফি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেই শান্ত-মুশফিক-হৃদয়, এক বছর পর দলে ফিরলেন আফিফ ব্রিকসকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

মাদারগঞ্জের বায়েজিদ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত মো. বায়েজিদ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত মো. বায়েজিদ

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. বায়েজিদ নামে ৩২ বছর বয়সী এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২৯ জানুয়ারি রাতে দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রম শহরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। বায়েজিদের মৃত্যুতে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়ায় তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

বায়েজিদ মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া মধ্যপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে ।

তার বাড়িতে গিয়ে দেখা যায়, বারবার সংজ্ঞা হারাচ্ছেন মা। কিছুদিন আগে ছুটি শেষে যাওয়ার সময় মাকে বলে গিয়েছিলেন এবার একেবারে দেশে চলে আসবেন বায়েজিদ। তাই ছেলেকে হারিয়ে আহাজারি থামছে না মা কইতরি বেগমের।

তিন ছেলের মধ্যে দ্বিতীয় ছেলে বায়েজিদের পরিবারের সঙ্গেই থাকতেন তার বাবা-মা। ছেলের এমন মৃত্যুতে শোকে নির্বাক হয়ে পড়েছেন বাবা রুস্তম আলী। ছেলের শোকে ঠিকমতো কথাও বলতে পারছেন না তিনি। দ্রুত ছেলের লাশ দেশে আনার দাবি জানান তিনি।

এদিকে স্বামী হারিয়ে তিন বছর বয়সী একমাত্র ছেলেকে নিয়ে শোকে ভেঙে পড়েছেন বায়েজিদের স্ত্রী নিশা আক্তার।

কান্না জড়ানো কণ্ঠে তিনি বাংলারচিঠিডটকমকে বলেন, পাঁচ মাসের ছুটি শেষে গত ২০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় যান বায়েজিদ। এক বছরের মধ্যে নিজের ব্যবসা-প্রতিষ্ঠান বিক্রি করে দিয়ে একেবারে দেশে ফিরে আসার কথা ছিল তার। স্বামীর মৃত্যুর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

বায়েজিদের চাচাতো ভাই ছামিউল আলিম বাংলারচিঠিডটকমকে বলেন, ২০০৮ সালে সাউথ আফ্রিকা গিয়েছিল বায়েজিদ। ২০১৭ সালে একবার স্থানীয় সন্ত্রাসীদের হাতে অপহৃত হন তিনি। পরে তার পরিবার ২০ লাখ টাকা মুক্তিপণ পাঠালে সে যাত্রায় বেঁচে যান তিনি। কিন্তু গত ২৯ জানুয়ারি রাতে সাউথ আফ্রিকার পচেস্টমে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের ঠিক আগ মুহূর্তে সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু হয় তার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে’, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা

মাদারগঞ্জের বায়েজিদ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত

আপডেট সময় ০৬:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত মো. বায়েজিদ

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. বায়েজিদ নামে ৩২ বছর বয়সী এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২৯ জানুয়ারি রাতে দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রম শহরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। বায়েজিদের মৃত্যুতে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়ায় তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

বায়েজিদ মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া মধ্যপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে ।

তার বাড়িতে গিয়ে দেখা যায়, বারবার সংজ্ঞা হারাচ্ছেন মা। কিছুদিন আগে ছুটি শেষে যাওয়ার সময় মাকে বলে গিয়েছিলেন এবার একেবারে দেশে চলে আসবেন বায়েজিদ। তাই ছেলেকে হারিয়ে আহাজারি থামছে না মা কইতরি বেগমের।

তিন ছেলের মধ্যে দ্বিতীয় ছেলে বায়েজিদের পরিবারের সঙ্গেই থাকতেন তার বাবা-মা। ছেলের এমন মৃত্যুতে শোকে নির্বাক হয়ে পড়েছেন বাবা রুস্তম আলী। ছেলের শোকে ঠিকমতো কথাও বলতে পারছেন না তিনি। দ্রুত ছেলের লাশ দেশে আনার দাবি জানান তিনি।

এদিকে স্বামী হারিয়ে তিন বছর বয়সী একমাত্র ছেলেকে নিয়ে শোকে ভেঙে পড়েছেন বায়েজিদের স্ত্রী নিশা আক্তার।

কান্না জড়ানো কণ্ঠে তিনি বাংলারচিঠিডটকমকে বলেন, পাঁচ মাসের ছুটি শেষে গত ২০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় যান বায়েজিদ। এক বছরের মধ্যে নিজের ব্যবসা-প্রতিষ্ঠান বিক্রি করে দিয়ে একেবারে দেশে ফিরে আসার কথা ছিল তার। স্বামীর মৃত্যুর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

বায়েজিদের চাচাতো ভাই ছামিউল আলিম বাংলারচিঠিডটকমকে বলেন, ২০০৮ সালে সাউথ আফ্রিকা গিয়েছিল বায়েজিদ। ২০১৭ সালে একবার স্থানীয় সন্ত্রাসীদের হাতে অপহৃত হন তিনি। পরে তার পরিবার ২০ লাখ টাকা মুক্তিপণ পাঠালে সে যাত্রায় বেঁচে যান তিনি। কিন্তু গত ২৯ জানুয়ারি রাতে সাউথ আফ্রিকার পচেস্টমে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের ঠিক আগ মুহূর্তে সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু হয় তার।